বুধবার , ফেব্রুয়ারি ১৯ ২০২৫
Home / সারা দেশ / বি.বাড়িয়ায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বি.বাড়িয়ায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শালগাঁও বাজারে মানুষ রতন সামাজিক সংগঠনের সহযোগিতায় ৫শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ ও জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মোঃ বাবুল মিয়ার নিজস্ব অর্থায়নে এই ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়।

এতে প্রতিজনকে ত্রাণ হিসেবে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি তেল, ১ টি সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মানুষ রতন সামাজিক সংগঠনের উপদেষ্টা মোঃ শাহ আলম, আব্দুল কাইয়ুম, জসীম উদ্দিন রানা, সংগঠনের সভাপতি রাসেল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রুস্তম ইউনুছ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তৌহিদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মোরাদ, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, সহ-সাংগঠনিক সম্পাদক ইসহাক মিয়া, প্রচার সম্পাদক উজ্জল মাহমুদ, রুমান শাওন প্রমুখ। পরে ৫০০ পরিবারের বাড়ি বাড়ি এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়।

এ সময় মোঃ বাবুল মিয়া বলেন, করোনা সংকট মোকাবেলায় সকলকে এক যোগে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াতে হবে। এছাড়াও তিনি করোনা ভাইরাস প্রতিরোধে আতংকিত না হয়ে সচেতনতার সাথে এই দুর্যোগ মোকাবেলা করতে সকলের প্রতি আহ্বান জানান।

About admin

Check Also

কুড়িগ্রামে কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী দোলা গ্রেফতার

আতিকুর রহমান রানা , কুড়িগ্রাম প্রতিনিধি কেন্দ্রীয় ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সম্পাদক দোলনা …

পনের বছরেও তিস্তার একফোঁটা  পানি আনতে পারেনি আওয়ামী লীগ সরকার  —–মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া(রংপুর)খেকে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ …

চিলমারীতে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা যুব লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক সাধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *