শুক্রবার , ডিসেম্বর ৮ ২০২৩
Home / সারা দেশ / বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

কুমিল্লার দেবীদ্বারে ১৫ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলায় এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দেবীদ্বার থানায় মাদ্রাসা শিক্ষক বদিউল আলম মুন্সীকে (৫২) আসামি করে মামলা করেন।

দেবীদ্বার থানা পুলিশ বুধবার সকালে অভিযুক্ত মাওলানা বদিউলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে কুমিল্লা কোর্টহাজতে চালান করেছে। একইসঙ্গে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত বদিউল রাজামেহার ফাজিল মাদ্রাসার শিক্ষক।

বাদী তার মামলায় উল্লেখ করেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় অভিযুক্ত রাজামেহার গ্রামের বদিউল পাশের ঘরের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে তার নিজ ঘরে ধর্ষণ করেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিঠুন সিংহ জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর এবং তদন্তের পরই ঘটনার সত্যতা জানা যাবে।

About admin

Check Also

ভোলায় ১৭ মনোনয়ন পত্র বৈধ, বাতিল-২, স্থগিত-১

ভোলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি আসনের ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ …

চিলমারীতে এইচএসসিতে ছেলেদের পেছনে ফেলে এগিয়ে মেয়েরা

চিলমারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে এবারো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরিক্ষায় চিলমারী সরকারী কলেজের …

চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং-এর সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,চিলমারী,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং সেন্টার (রংপুর)’র সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *