শনিবার , এপ্রিল ১৩ ২০২৪
Home / সারা দেশ / ফুলবাড়ীতে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগ ৩০ হাজার টাকায় দফারফা

ফুলবাড়ীতে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগ ৩০ হাজার টাকায় দফারফা

মাহফুজার রহমান মাহফুজ,ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চড় বড়লই গ্রামের ১৪ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে বলে অভিযোগ উঠছে। সে ওই গ্রামের মনসের আলীর মেয়ে এবং বড়লই দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী বলে জানা যায়। মেয়েটির পরিবার হত দরিদ্র হওয়ায় স্থানীয় প্রভাবশালীরা বিচারের নামে ৩০ হাজার টাকা দিয়ে তাদেরকে চুপ করে থাকতে বলেছে। এ রকম ন্যাক্কারজনক ঘটনা ও অমানবিক বিচারের কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে গেলে নির্যাতিত ওই ছাত্রী এ প্রতিবেদকের কাছে অভিযোগ করে, একই ওয়ার্ডের চর বড়লই গ্রামের মজিবর রহমানের ছেলে মাইদুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে বলে অভিযোগ করে মেয়েটি। সে আরও জানায়, ২০শে মার্চ দুপুর দেড়টার দিকে মাইদুল তাকে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে ডাকে। তার কথামতো সে ওখানে যায়। এ সময় কয়েকজন এলাকাবাসী তাদের দেখে ফেলে এবং ধরার জন্য ধাওয়া করে। মাইদুল পালিয়ে গেলে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় সে। তার সাথে যা হয়েছে এজন্য সঠিক বিচার দাবি করে মেয়েটি। এলাকাবাসী সূত্র জানা যায়, পরেরদিন গভীর রাতে চর বড়লই নিম্ন- মাধ্যমিক বিদ্যালয়ের পাশে খলিলুর রহমানের বাড়িতে এ ব্যাপারে বিচারের আয়োজন করে স্থানীয় কয়েকজন প্রভাবশালী। বিচারে বড়লই নিম্ন- মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন মৃত জমির উদ্দিনের ছেলে বুলু মিয়া(৪৮), মৃত খাদিম ব্যাপারীর ছেলে নৈমুদ্দিন সরকার(৫৫), আকবর আলীর ছেলে ওবাইদুল (দুকধন) (৪৫), খরকু মামুদের ছেলে এনতাজ আলী (৪০) প্রমূখ। এ ব্যাপারে ওই এলাকার সাবেক মেম্বার নজরুল ইসলাম, জহির ড্রাইভার, মুন্সিপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন বাবুল উদ্দিনসহ এলাকার অনেকেই বলেন, এ ধরণের বিচারের ফলে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে। তারা সুষ্ঠু বিচার দাবি করেন। ভূক্তভোগি মেয়েটির বাবা মনসের আলী বলেন, হামরা গরিব মানুষ কি আর কইরমু। বিচারে ৩৭ হাজার টাকা ফয়সালা হলেও হামরা পাছি ৩০ হাজার টাকা।

About admin

Check Also

চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অসহায়, দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা …

চিলমারীতে বাংলাদেশ পুলিশের আয়োজনে গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আলমগীর হোসাইন, বাংলাদেশ পুলিশের আয়োজনে ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় পবিত্র রমজানে গরিব ও দুস্থদের …

ব্রাহ্মণবাড়িয়ায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাই-বোন আটক

আমিনুল ইসলাম আহাদ, ব্রাহ্মণবাড়িয় থেকেঃ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্রাহ্মণবাড়য়িায় কানরে গোপন ডভিাইসসহ ভাই-বোনকে আটক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *