শুক্রবার , ডিসেম্বর ৮ ২০২৩

পাড়ার লোক
                         তুলোশী চক্রবর্তী
                     _____________
খবরে দেখি প্রায়শই আজকাল
করোনার ভয়ে পাড়ার লোকের নির্দয় গালাগাল,
দেখো একটু বাঁচার আশা নিয়ে প্রবাসী ফিরছে বাসায়
পাড়ার লোকের ভয়ে সে কিনা গাছেতে রাত কাঁটায়,
জানতাম আমি প্রতিবেশী বন্ধুসম শুভাকাঙ্খী হয়
একের সুখে দুখে অপরে পাশে রয়,
যাদের জন্য বেঁচে আছে তোমার দেহে প্রাণ
সেই নার্স পুলিশ ডাক্তারদের তোমরা করছো অপমান?
যারা না ভেবে নিজের জীবনের কথা
দিচ্ছে অবিরত তোমায় সুস্থতা,
তাদেরি দেওনা কেন নিজ বাড়িতে ঢুকতে?
লজ্বা হয়না এ দুর্দিনে তাদের সঙ্গে কলহ করতে?
সেবাই যাদের কর্ম সেবাই যাদের ধর্ম
নররুপী কলঙ্ক তোমরা বুঝতে শিখো তাদের মর্ম,
আর কোরোনা নষ্ট অন্যজনের সুখ
বিনাদোষে আর  বিদ্ধ কোরোনা অপরের বুক,
নয়তো তোমার জীবন হবেই একদিন বরবাদ
অপরের সুখের সংসারে আর কোরোনা আঘাত।

About admin

Check Also

(উনিশে মে নিয়ে লেখা)  মাতৃভাষা ভারত পশ্চিমবঙ্গ কোচবিহার                  তুলোশী …

(গান) না-না-না তুলোশী চক্রবর্তী ____________ না-না-না,মিটে না গো মিটে না তারে দেখার সাধ আমার মিটেনা, …

নববর্ষে আজ সারাদিন-নাদিয়া ইসলাম

কবিতার নাম:নববর্ষে আজ সারাদিন চৈত্র শেষে বৈশাখ এল, কালবৈশাখী ঝড় এসে সব লন্ডভন্ড করলো। কালো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *