গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা হাটে দোকান খোলা রাখার অপরাধে ব্যবসায়ীদের চড়-থাপ্পর মারার পর অর্থ দাবি করায় সাইফুল ইসলাম নামে ভুয়া এক ম্যাজিস্ট্রেটকে আটক করা হয়েছে। তিনি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা হাটের দোকানে দোকানে গিয়ে সাইফুল নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান খোলা কেন? মাস্ক পরেননি কেন? বলেই দোকানদারদের চর-থাপ্পড় মারতে থাকেন এবং অর্থ দাবি করেন। এক পর্যায়ে বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহ হলে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্যরা পালিয়ে যায়। ভুয়া ম্যাজিস্ট্রেট সাইফুলের পরনে সেনাবাহিনীর একটি গেঞ্জি ও প্যান্ট ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, সাইফুল ফাঁসিতলা হাটের বিভিন্ন দোকান খোলা রাখা ও মাস্ক না পরায় দু’-একজনকে চড়-থাপ্পর মারেন। টাকা চেয়েছেন কিনা জানা নেই। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।