শুক্রবার , ডিসেম্বর ৮ ২০২৩
Home / সারা দেশ / ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ টি বাড়ী পুড়ে ছাই

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ টি বাড়ী পুড়ে ছাই

ফুলবাড়ী,সংবাদদাতাঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়  শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি গ্রামে পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনায় ৮ টি বাড়ী পুড়ে ছাই হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দ আলীর গোয়াল ঘরে আগুন লেগে তার বাড়ী সহ পাশ্ববর্তী ফাতেমা বেগমের বাড়ীতে সেই আগুন ছড়িয়ে পরে।এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসের সাহায্য কামনা করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।
সৈয়দ আলীর বাড়ীর অাগুন নেভানোর পরে একই গ্রামে তার জামাই আব্দুস ছালামের বাড়ীতে আগুন লাগে। এঘটনায় ছালামের বাড়ীসহ ৬ টি বাড়ী আগুনে পুড়ে যায়।ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ১ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।
অগ্নিকান্ডের ঘটনায় বসতবাড়ী,আসবাবপত্র ও গবাদিপশুসহ ১১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমন।
রাতেই অগ্নিকান্ডের ঘটনাস্হল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার, মাছুমা আরেফিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আব্দুল লতিফ মিয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সবুজ কুমার গুপ্ত।
আজ সকাল ১০টায় ঘটনাস্হল পরিদর্শনে যান কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য,আহাম্মদ আলী পোদ্দার রতন।

About admin

Check Also

ভোলায় ১৭ মনোনয়ন পত্র বৈধ, বাতিল-২, স্থগিত-১

ভোলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি আসনের ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ …

চিলমারীতে এইচএসসিতে ছেলেদের পেছনে ফেলে এগিয়ে মেয়েরা

চিলমারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে এবারো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরিক্ষায় চিলমারী সরকারী কলেজের …

চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং-এর সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,চিলমারী,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং সেন্টার (রংপুর)’র সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *