সোমবার , ডিসেম্বর ৯ ২০২৪
Home / জাতীয় / ২০০০ পরিবারে ঢাকা জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

২০০০ পরিবারে ঢাকা জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

রাজধানীর কড়াইল বস্তিতে দিনমজুর, রাজমিস্ত্রী, রিক্সাওয়ালা, ভ্যানচালক, ছুটা বুয়া ও কর্মহীন ২০০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন।

শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১০টায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু দেওয়া হয়।

এ সময় স্থানীয় সাংসদ হোসেন খান পাঠান (চিত্রনায়ক ফারুক), ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মমিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোহাম্মদ মাহমুদুল হক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, গুলশান রাজস্ব সার্কেলের এসিল্যান্ড ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন। এছাড়া ত্রাণ বিতরণকালে রেডক্রিসেন্ট ঢাকা জেলা ইউনিটের সদস্যরা সহযোগিতা করেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা জেলার বিভিন্ন পয়েন্ট ও এলাকায় নিম্নবিত্ত মানুষের মধ্যে গত মাসের ২৭ তারিখ থেকে ত্রাণ বিতরণ করছে জেলা প্রশাসন।

এছাড়াও ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসন, ঢাকার কন্ট্রোল রুমের (ফোন-০২৪৭১১০৮৯১, মোবাইল-০১৯৮৭৮৫২০০৮) প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে ঢাকা মহানগরীর মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি, রায়েরবাজার, মিরপুরের আদাবর, বেগুনতলা, যাত্রাবাড়ী, লালবাগ ও মালিবাগ এলাকায় মোট ১০৩টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

About admin

Check Also

সাবেক আইজিপি মামুন ও শহীদুলকে রিমান্ডে পাঠাল আদালত

সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন ও সাবেক আইজিপি শহীদুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালত …

২৯৭ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা

রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণকে হত্যার মামলায় ১২ সাংবাদিকসহ ২৯৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা …

দ্য গার্ডিয়ানের নিবন্ধ শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দোটানায় পড়েছে ভারত

অগাস্ট মাসের শুরুতে, যখন বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারি দমনপীড়নের জেরে বাড়তে থাকে লাশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *