
মাহফুজার রহমান মাহফুজ,ফুলবাড়ী,কুড়িগ্রাম সংবাদদাতাঃ
করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপি কঠোর অবস্হানে আইন শৃংঙ্খলা বাহিনী। সামাজিক দুরত্ব নিশ্চিত ও জনসচেতনতা সৃষ্ঠির লক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন তারা। জনসমাগম এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে অধিকাংশ দোকানপাট ও গণপরিবহণ। বিপাকে পড়েছেন শ্রমজীবি মানুষেরা।অসহায় অবস্হায় দিনে এনে দিনে খাওয়া মানুষেরা।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসব অসহায় ও দরিদ্র মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকায় কর্মরত উপকর কমিশনার, অত্র উপজেলার কৃতি সন্তান মোঃ মিজানুর রহমান উল্লাস।
তার নিজস্ব অর্থায়নে আজ শনিবার ৪মার্চ উপজেলার
চন্দ্রখানা গ্রামের অর্ধশতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলু, সাবান বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাস আক্রান্তের ঝুঁকি ও জনসমাগম এড়াতে এসব ত্রাণ সামগ্রী অসহায়দের বাড়ীতে বাড়ীতে পৌঁছে দেয়া হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে তাদেরকে আতংকিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়। সামাজিক দুরত্ব বজায় রাখা ও পরিস্কার পরিছন্ন থাকার আহ্বান জানান সেচ্ছাসেবীরা।
আজকের ত্রাণ বিতরণ ও জনসচেতনতা মুলক প্রচারণায় সেচ্ছাসেবক হিসেবে কাজ করেন মোঃ সোহানুর রহমান সোহান, রুপম সাউদ, রাঁধে অন্তর রায় প্রমুখ।