
হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কেন্দুয়ায় ১শত পরিবারের মাঝে উপজেলার নওপাড়া ইউনিয়ন অা’লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল,ডাল অালু,সাবান।
এ বিষয়ে সোমবার (৬এপ্রিল) উপজেলার নওপাড়া ইউনিয়ন অা’লীগের সভাপতি উছমান গনী বলেন, স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল এর নির্দেশে গ্রামের দিন অানে দিন খায় এই রকম ১শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়াও ইউনিয়ন অা’লীগের সাধারন সম্পাদক অাব্দুল্লা অাল সুমন বলেন, অামার ব্যাক্তি গত পক্ষ থেকে ইউনিয়ন অা’লীগ পর্যায় ক্রমে দিন অানে দিন খায় এমন ৫শর্তাদিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন অা’লীগের যুন্ম সাধারন সম্পাদক
ভানুদত্ত, জুড়াইল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীর তালুকদার,বাজার কমিটির সভাপতি অাবুল কাশেম প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন অা’লীগের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।