আশরাফুল ইসলাম, রাজবাড়ী থেকেঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে রুহুল শেখ (৩০) নামে এক জন যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত রুহুলের সর্দি, কাশসহ নানারকম উপসর্গ ছিলো। যে কারণে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে ধারনা করা হচ্ছে । তাই নমুনা সংগ্রহের পর তা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, এ ঘটনার পর তারা জরুরী সভা করেছেন। সভায় রুহুলের শরীরের নমুনা সংগ্রহ করার পাশাপাশি পুরো সেনগ্রাম এলাকাটি লকডাউন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
পাংশা থানার ওসি মোঃ আহসানুল্লাহ জানান, রুহুল শেখ ঢাকার সাভার উপজেলার নবীনগরে ট্রাক চালাতেন। কয়েকদিন আগে তিনি তার পাবনায় শশুড় বাড়ি যান। সেখান থেকে গত রবিবার তিনি পাংশার গ্রামের বাড়ীতে আসেন এবং স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা সেবা নেন। সোমবার তার অবস্থার অবনতি হয়। যে কারণে বিকালে তাকে কুষ্টিয়ার হাসপাতালে নিয়ে যাবার উদ্যোগ নেন পরিবারের সদস্যরা। তবে রওনা করার পূর্বে তার মৃত্যু হয়।