
আতঙ্ক করোনা ভাইরাস
তানজির হোসেন সুমন
মরণ ব্যধি করোনা ভাইরাস
প্রথম শনাক্ত চীন,
বিশ্বের সমস্ত প্রান্তর ঘুরিয়া
বাংলায় এসে ডুকে।
করোনা তরে আতঙ্ক মানব
কাপঁছে সকল দেশ,
আতঙ্ক করোনা বাড়ছে নিত্য
মরছে হরেক লোক।
থাকলে দেহে করোনা লক্ষন
এরিয়ে চলে সবাই,
হাজারো জীবন প্রদীপ নিভে
আতঙ্ক করোনা তরে।
সকল কিছুই বদলে যায়
করোনার মুক্তি নাই,
বিশ্ব জুড়ে আতঙ্ক করোনা
হরেক রকম ধ্বংস।
ডাক্তার বিজ্ঞানী করছে চেষ্টা
সবাই দিচ্ছে গুরুত্ব,
এখন পর্যন্ত পারেনি কেউ
করতে আতঙ্ক নাঁশ।
আতঙ্ক করোনা মুক্তির জন্য
কুরআন আইন মান,
মানব জীবন পথ প্রদর্শক
কুরআন প্রভুর বাণী।
আতঙ্ক করোনা পাপের ফল
মুক্তিতে প্রভুকে ডাক,
প্রভুর কুরআন বিধানে চল
উত্তম জীবন গড়।