
মো: একলাছ উদ্দিন (রিয়াদ):
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ০৫ জনের মৃত্যুহয়েছে এবং নতুন করে সংক্রমিত হয়েছেন আরো ৪১ জন। নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে আরো জানানো হয়, আরও পাঁচজনের মৃত্যু হওয়ায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে। আর নতুন করে ৪১ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। গতকাল সোমবার পর্যন্ত আক্রান্তরে সংখ্যা ছিল ৩৫-এ। আর মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১জনে।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর এটিই একদিনে আক্রান্তের সর্বোচ্চ
সংখ্যা।
এ দিকে বিশ্বের জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশ্বের ৭৪ হাজার ৮০৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে কভিড-১৯। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৮০৩ জন।