শুক্রবার , এপ্রিল ১৯ ২০২৪
Home / সারা দেশ / পাবনায় দু’টি বাড়িতে বোমা সাদৃশ্য বস্তু, আতঙ্কে এলাকাবাসী

পাবনায় দু’টি বাড়িতে বোমা সাদৃশ্য বস্তু, আতঙ্কে এলাকাবাসী

পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়াড় বাঘইল গ্রামে পাশাপাশি দু’টি বাড়িতে বড় আকারের বোমা সাদৃশ্য বস্ত রেখে গেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে বস্তুগুলি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ, র‌্যাব এবং ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থল ঘিরে রেখেছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, ‘পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল হাজিপাড়ায় শফিকুল ইসলাম ও আব্দুল গাফফার প্রামাণিকের বাড়ির সামনে বোমা স্থাপনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এর সত্যতা পায়। সেখানে, ইলেকট্রিক মোটা তারে সংযুক্ত বেশ বড় আকারের দু’টি বোমা সাদৃশ্য বস্তু কাছাকাছি রাখা হয়েছে। এগুলোর সাথে সার্কিটও যুক্ত রয়েছে।’

তিনি জানান, ‘পাবনা ও আশেপাশের জেলায় পুলিশের বোমা নিষ্ক্রয়কারী দল না থাকায় ঢাকা থেকে প্রশিক্ষিত দল এসে ওই বস্তুগুলি যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবে। কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।’

বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, ‘গত বছরের ৮ জুন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে কে বা কারা উড়ো চিঠি দেয়। গত চারদিন আগে বাড়ির সামনে পেট্রোল ঢেলে রেখে যায় অজ্ঞাতরা। এরপর এমন বোমা সাদৃশ্য বস্তু রেখে যাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

About admin

Check Also

কুড়িগ্রামে পিক-আপে গানবাজনা ও বেপরোয়া মোটর সাইকেল চালানোয় অর্ধশত মামলা

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামে নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত ও ঈদের দিনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর দায়ে …

রৌমারীতে ১৭শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৭১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি এনামুল …

উলিপুরে টাকার অভাবে নবজাতক বিক্রি, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামের উলিপুরে টাকার অভাবে নবজাতক শিশুকে বিক্রির ঘটনায় ২ ঘন্টার মধ্যে উদ্ধার করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *