সোমবার , ফেব্রুয়ারি ১৭ ২০২৫
Home / সারা দেশ / ফুলবাড়ীতে শেখ হাসিনা সেতুতে পুলিশের চেক পোস্ট

ফুলবাড়ীতে শেখ হাসিনা সেতুতে পুলিশের চেক পোস্ট

মাহ্ফুজার রহমান মাহ্ফুজ,ফুলবাড়ী,কুড়িগ্রাম সংবাদদাতাঃ
কুড়িগ্রাম জেলায় সরকারী নির্দেশ মোতাবেক জরুরী প্রয়োজন ব্যতীত সকল প্রকার গণপরিবহন ও লোকজনের চলাচল নিয়ন্ত্রনের লক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ হাসিনা সেতুর পূর্ব পাড়ে আজ ৭ এপ্রিল মঙ্গল বার সকাল থেকেই বিশেষ চেক পোস্ট পরিচালনা করছে ফুলবাড়ী থানা পুলিশ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় বলেন, করোনা পরিস্হিতি মোকাবিলায় কুড়িগ্রাম পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মেনে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।তারই ধারাবাহিকতায় আজ সকাল থেকে শেখ হাসিনা সেতুতে চেক পোস্ট বসানো হয়েছে।জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ফুলবাড়ীতে প্রবেশ বা বের হতে দেয়া হবে না।তাছাড়া সামাজিক দূরত্ব বজায় ও জনসমাগম রোধে উপজেলার সর্বত্র আমাদের টহল টিম নিয়মিত কাজ করে যাচ্ছে এবং পরিস্হিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
চেক পোস্টে নেতৃত্বে থাকাএস আই আনোয়ার হোসেন বলেন,আমরা ফুলবাড়ীতে লোকজনের অবাধ চলাফেরা রোধে কঠোর অবস্হানে আছি।জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ফুলবাড়ী থেকে বের হতে বা ঢুকতে দেয়া হচ্ছে না । তিনি আরও বলেন পরিস্হিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আজকে রাস্তায় যান চলাচল কম থাকলেও বিভিন্ন যানবাহন যোগে যারা বের হয়েছেন তাদেরকে ব্যাপক জিঙ্গাসাবাদ করতে দেখা গেছে চেক পোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের।জরুরী প্রয়োজন ব্যতীত যারা বের হয়েছেন তাদের শেষবারের মত সর্তক করে ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে এবং অহেতুক বাইরে ঘোরাঘুরি করলেই আইনাণুগ ব্যবস্হা নেয়া হবে বলে জানিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যগণ।

About admin

Check Also

কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)থেকে: কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বার্ষিক সাধারন সভা ২০২৫ রেজিষ্ট্রি …

আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে কাউনিয়ায় কফিন মিছিল

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর) প্রতিনিধি,   গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নিহত আবুল কাশেম …

চিলমারীতে অনির্বাণ শিখা পাঠাগার উদ্বোধন

আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রামের চিলমারীতে অনির্বাণ শিখা পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ব্যপারীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *