ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
নিলফামারীর ডোমারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ও বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪২৭ উপলক্ষে, অসহায়, নিন্মবিত্ত, কর্মহীন, গরীব, শ্রমিক, ও দিনমজুর সহ ১শত ৬০ টি পরিবারের জন্যে ভ্রাম্যমাণ পিকাপে করে কাঁচা সবজি সাজিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে মানুষের মাঝে এ সবজি বিতরণ করেছেন ছাএলীগ কর্মীরা। ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে পিকাপ ভ্যানে করে কাঁচা সবজি নিয়ে সকলের বাড়ি বাড়ি পৌঁছে দিলেন ছাএলীগ কর্মীরা।এ সময় পৌর ছাএলীগ নেতা অনুরাগ সাহা পিয়াল, রুয়েট ছাএলীগ নেতা প্রিতম,শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাএলীগ নেতা চিন্ময়, মাহাফুজার রহমান জয়,কৌশিক সাহা ও শুশ্ময় সাহা প্রমুখ উপস্থিত থেকে এই সবজি বিতরণ করেন। তাদের এই মহৎপ্রাণ উদ্দেশ্য কে অনেকে সাধুবাদ জানিয়েছেন। এ বিষয়ে পৌর ছাএলীগ নেতা অনুরাগ সাহা পিয়াল বলেন, সারাদেশের ন্যায় বাংলাদেশে ও যখন এই মরনব্যধী করোনা ভাইরাস সংক্রমণের কারনে সারাদেশে লকডাউন চলছে, এবং বাংলা নববর্ষ ১৪২৭ আগমনের এই মুহূর্তে সমাজের অসহায়, গরীব,দিনমজুর, শ্রমিক ও নিন্ম মধ্যবিওের মাঝে আমরা ছাএলীগ কর্মীরা একএ হয়ে সকলে মিলে আমরা আমাদের সামর্থ অনুযায়ী কাঁচা সবজি নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছি। পাশাপাশি দেশের এই ক্লান্তিলগ্নে সমাজের অর্থশালী ও বিওবানদের অসহায়, গরীব, দিনমজুর, শ্রমিক, ও নিন্ম মধ্যবিওদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন।।।
