দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে একজনকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। আহত হয়েছে,আরো কমপক্ষে ৫ জন। এ ঘটনায় আজ সকালে ১০জনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আব্দুল বাকী (৫৫)। তিনি বিরামপুর পৌর এলাকার ভবানীপুর এলাকার আব্দুর রহিম মুন্সির ছেলে।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
তিনি জানান,সোমবার দুপুরে কচু ক্ষেত পরিচর্যার সময় প্রতিপক্ষরা উপজেলার চড়াও হয় আব্দুল বাকীর উপর। এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষের কমপক্ষে ৬জন আহত হয়। আব্দুল বাকীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপানোয় তার শরীর দিয়ে প্রচুর রক্ষ ক্ষরণ হয়। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাতে তার মৃত্যু হয়।