
কবিতার নাম:নববর্ষে আজ সারাদিন
চৈত্র শেষে বৈশাখ এল,
কালবৈশাখী ঝড় এসে সব লন্ডভন্ড করলো।
কালো আধার ছাড়িয়ে এল ভোরের সূর্যের রেশ,
নববর্ষের নানা আয়োজনে ছেয়ে গেল দেশ।
নববর্ষের মিলনমেলায়,
মিলেমিশে একাকার লাল-সাদা রঙের খেলায়।
পহেলা বৈশাখ এল বছর ঘুরে,
পান্তা – ইলিশ ঘরেঘরে;
একটুতেই যেন মন ভরে।
ঢাক-ঢোলের ধ্বনিতে মাতবে সবার মন,
উৎসবে মুখরিত সকল মানুষজন।
খুলবে সবাই নতুন হালখাতা,
শহর সাজবে কত রঙিন কাগজ আর ফুলপাতা।
মনে কোনো ঈর্ষা না রেখে,
পরস্পর এক হবে এই পহেলা বৈশাখে।
ধনী-গরিব সবার মনে থাকে কত অভিবাদন, ইচ্ছা,
সবকিছু ছাড়িয়ে জানাই নববর্ষের শুভেচ্ছা।
নাম: নাদিয়া ইসলাম
শ্রেণি : এইচএসসি পরিক্ষার্থী
বিভাগ: বিজ্ঞান
ঠিকানা : পূর্ব ভাদৈ, হবিগঞ্জ।