মাহফুজার রহমান মাহফুজ ফুলবাড়ী, কুড়িগ্রাম সংবাদদাতাঃ
করোনা ভাইরাসের বিস্তার রোধে কঠোর অবস্হানে ফুলবাড়ী উপজেলা প্রসাশন। বন্ধ করে দেয়া হয়েছে অধিকাংশ দোকান পাট ও গণপরিবহন।করোনার প্রাদুর্ভাব রোধে প্রসাশনের এমন কড়াকড়ি আরোপে বিপাকে পড়েছে রিক্সা, ভ্যান,ঠেলাগাড়ি চালক,হোটেল শ্রমিক,দিন মুজুরসহ প্রান্তিক মানুষেরা। কর্মহীন হয়ে পড়া এসব মানুষের মনে শুধু একটাই প্রশ্ন কিভাবে চলবে জীবন? তাদের কপাল জুরেই চিন্তার ভাঁজ।
করোনার কারনে কর্মহীন হয়ে পড়া দুস্থ অসহায় দিনে এনে দিনে খাওয়া মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন কৃষকলীগ, ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া।
আজ ১২এপ্রিল রবিবার সকাল১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে করোনায় কর্মহীন হয়ে পড়া ৫০ জন অসহায় মানুষের মাঝে জি আর প্রকল্পের আওতায় চাল ও নিজ অর্থায়নে ডাল ও সাবান বিতরণ করেন তিনি।
তিনি বলেন, করোনার প্রাদুর্ভাবে খেটে খাওয়া মানুষেরা চরম দুর্দশায় দিনযাপন করছে।সরকারী অনুদানের পাশাপাশি আমি নিজ অর্থায়নে এদের সাহায্য সহযোগীতা করে যাচ্ছি। সংকটময় পরিস্হিতি মোকাবিলায় এসব অসহায়দের সহযোগীতায় সামর্থবান সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।