কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ছাগল চুরিতে জড়িত থাকার সন্দেহে সুরুজ্জামান মিয়া (৪২)নামে এক রিক্সা চালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
জানা গেছে,সোমবার(২০ এপ্রিল) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবেরতল এলাকার মহুবর রহমানে পুত্র মিনহাজুল ইসলামের একটি ছাগল কিছুদিন আগে চুরি হলে তিনি থানায় অভিযোগ করেন।চুরির সাথে জড়িত সন্দেহে ওই রিক্সা চালককে বাড়ির সামন থেকে জোর পূর্বক মুসা তার বাড়িতে নিয়ে আটক করে।পরে ছাগল চুরির সাথে জড়িত থাকার অভিযোগ তুলে সুরুজ্জামানকে ব্যাপক মারধর করলে সে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ারুল ইসলাম জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।