
মাহফুজার রহমান মাহফুজ
ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ টি ওয়াডের কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
আজ ১৯ এপ্রিল রবিবার সকাল ৯ টা হতে অত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৯ টি ওয়াডের ৯১৮ জন সুবিধাভোগিদের মাঝে ভি জি ডি প্রকল্পের আওতায় জন প্রতি ৩০ কেজি করে মোট ২৭ দশমিক ৫৪০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া, ইউপি সদস্য উজির উদ্দিন ব্যাপারী, আলহাজ্ব আব্দুল হামিদ মিয়া,মজিবর রহমান প্রামানিক, মিজানুর রহমান দুলু এবং অত্র ইউনিয়ন পরিষদ সচিব বাবুল হোসেন।
চাল নিতে আসা প্রত্যেক সুবিধাভোগিদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইউনিয়নটির চৌকিদারদের নির্দেশ দেন চেয়ারম্যান খয়বর আলী মিয়া।পাশাপাশি তিনি প্রত্যেককে করোনা মোকাবিলায় সচেতন থাকার আহ্বান জানান।