মাহফুজার রহমান মাহফুজ
ফুলবাড়ী,কুড়িগ্রাম, প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের মধ্য বড়ভিটা গ্রামে আছানটারি জামে মসজিদ ও কবর স্থানের মসজিদ ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধণ করা হয়েছে।
আজ ২০ এপ্রিল সোমবার উক্ত গ্রামের ৪৫ ঘর মুসল্লির উদ্যোগে সকাল ১০টায় মসজিদের ভবন নির্মাণ কাজ উদ্বোধণ কালে উপস্থিত ছিলেন, আহাম্মদ আলী পোদ্দার রতন সদস্য, জেলা পরিষদ,কুড়িগ্রাম, খয়বর আলী মিয়া চেয়ারম্যান, বড়ভিটা ইউপি,আজিজার রহমান মাস্টার সভাপতি,ফুলবাড়ী ডিগ্রী কলেজ, হারুন-অর রশিদ হারুন চেয়ারম্যান, ফুলবাড়ী সদর ইউপি, মজিবর রহমান সদস্য,বড়ভিটা ইউপি,আজিম উদ্দিন প্রভাষক,শাহ বাজার আবুল হোসেন সিনিয়ার (ফাজিল)মাদ্রাসা,আব্দুল হক সহকারী শিক্ষক,ফুলবাড়ী আবেদীয়া দাখিল মাদ্রাসা,তোফাজ্জল হোসেন সরকার ব্যবসায়ী, বড়ভিটা বাজার,সফিকুল ইসলাম রানা ব্যবসায়ী, বড়ভিটা বাজার।
আরও উপস্থিত ছিলেন,আব্দুর রহমান ব্যাপারী,আহাম্মদ আলী, ওয়াসেক আলী,নুরুল ইসলাম (মাসুদ) একরামুল হকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
মসজিদের ভবণ নির্মাণ কাজের উদ্বোধনের পরেই নগরাজপুর ইসলামী আলীয়া মাদ্রাসায় সহকারী প্রভাষক(বাংলা) হযরত মাওলানা আবু তালেব খন্দকার বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এসময় করোনার ভয়াবহ আজাব হতে বাংলাদেশ সহ সাড়া বিশ্ববাসীর মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।