নেত্রকোনা প্রতিনিধিঃ
করোনাভাইরাস: চলছে লগডাউন এসময় অাপনারা ঘরে থাকুন অামরা ন্যায্য মুল্যে অাপনাদের বাসায় বাজার পৌঁছে দিব।
এমন একটি উদ্যোগ নিয়েছে নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌর সভার প্রতিষ্ঠিত হিমালয় ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।
বুধবার (২২ এপ্রিল) জেলার কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া এলাকায় হিমালয় ফাউন্ডেশনের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় তিনি বলেন,জেলার কেন্দুয়া পৌর শহরের বাসিন্দারা ফোন করলেই তাদের বাসাবাড়িতে ন্যায্য মূল্যে খাদ্যসামগ্রী পৌছে দিবে হিমালয় ফাউন্ডেশনের কর্মীরা।
তবে এসব খাদ্যসামগ্রী সরবরাহের জন্য ক্রেতাদের ফাউন্ডেশনটির কর্মীদের কোনো প্রকার অর্থ দিতে হবে না।
এছাড়া সপ্তাহে একদিন পৌর শহরের কর্মহীন ও হতদরিদ্রদেরকে সম্পূর্ণ বিনামূল্যে খাদ্যসামগ্রী তাদের বাড়িতে পৌছে দিবে হিমালয় ফাউন্ডেশন।
এ সব তথ্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান তিনি স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক প্রেসব্রিফিংয়ে জানিয়েছেন।
এসময় তিনি অারো বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন। এ অবস্থায় পৌর এলাকার বাসিন্দারা হিমালয় ফাউন্ডেশনের কর্মীদের ফোন করলেই তাদের বাসাবাড়িতে ন্যায্য মূল্যে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।
এজন্য হিমালয় ফাউন্ডেশেনের অর্ধশতাধিক কর্মী কাজ করছে এবং একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে।
এর আগে গত কয়েকদিনে পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান ভ্যানগাড়ির মাধ্যমে কর্মহীন ও হতদরিদ্র ৫ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে নানা প্রকার সবজি বিতরণ করা হয়েছে বলেও জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান।