বুধবার , মে ২৪ ২০২৩
Home / স্বাস্থ্য / রাজারহাটে করোনায় আক্রান্ত মৃতদেহ সৎকারের বিশেষ প্রশিক্ষন

রাজারহাটে করোনায় আক্রান্ত মৃতদেহ সৎকারের বিশেষ প্রশিক্ষন

রাজারহাট প্রতিনিধিঃ

করোনার প্রকোপে পুরো পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সাথে দিন দিন ভারী হচ্ছে মৃতের পরিমান। অনেক মানুষ আইনকে অবজ্ঞা করে বার বার সতর্ক করা সত্ত্বেও বাইরে অযথাই ঘোড়াফেরা বা অন্যান্য কাজ করছে। যার ফলে তারা নিজেরাই আক্রান্ত হওয়ার মাধ্যমে করোনার বাহক হয়ে অন্যান্যদেরও আক্রান্ত করাচ্ছে হরহামেশাই। প্রত্যেকেই দিন দিন হয়ে যাচ্ছে আতঙ্কিত। যার ফলে করোনায় আক্রান্ত অথবা করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে অনেকেই মৃতদেহ নিয়ে বিপাকে পড়ে। বেশ কিছু জায়গায় মৃতের স্ন্তানসহ আত্মীয় স্বজনরাও মৃতদেহ সৎকারের ভয়ে মৃতদেহ ফেলে রাখছে।

তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ইউএনও মো: যোবায়ের হোসেনের উদ্যোগে আজ বৃহষ্পতিবার (২৩ এপ্রিল) রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার সাতটি ইউনিয়নের মোট দশ জন স্বেচ্ছাসেবীর সমন্বয়ে করোনায় আক্রান্ত মৃতদেহ সৎকারের বিশেষ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন প্রদান করেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো: নুরুন্নবী আনসারী।

তিনি এ সময় স্বেচ্ছাসেবকদের সাথে মত বিনিময় করার পর করোনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন “Prevention is better than cure.”  তিনি এই মুহূর্তে প্রতিকারের চেয়ে প্রতিরোধে বেশি গুরুত্বারোপ করেন। তিনি এ সময় সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ রিপোর্ট অনুযায়ী তিনি জানান, বাংলাদেশে এখনো যদি সঠিকভাবে প্রতিরোধ ব্যাবস্থা গ্রহণ না করা হয় তাহলে ২ মিলিয়ন অর্থাৎ ২০ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে। তিনি আরো জানান, এখন পর্যন্ত  সারা বিশ্বে ২৬ লাখের মত মানুষ কভিড-১৯ এ আক্রান্ত। এর মধ্যে মারা গেছে প্রায় ১ লাখ ৮০ হাজারের মত এবং সুস্থ্য হয়ে ঘড়ে ফেরার পরিমান প্রায় ৭ লাখ।

তিনি স্বেচ্ছাসেবকদের সাথে মৃতদেহ সৎকারের বিভিন্ন নিয়মের পাশাপাশি তাদের নিজস্ব নিরাপত্তার প্রতি অধিক গুরুত্ব দেন। তিনি জানান, প্রায় ৯৭% রোগী অল্প লক্ষনে আক্রান্ত হয়েছে কিন্তু ৩% রোগী ছিলো ক্রিটিক্যাল।

এসময় তিনি প্রত্যেককেই বেশি করে ফলমূল অর্থাৎ ভিটামিন সম্বৃদ্ধ খাবার গ্রহণের পাশাপাশি অধিকহারে পানি পান করতে বলেন এবং গুজব এড়িয়ে জনগনকে সচেতন হতে বলেন।

About admin

Check Also

কুড়িগ্রামে কুড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে এক ব্যক্তির ডান পায়ের গোড়ালী বিছিন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে বাবু মিয়া (৪০) নামের …

কোভিডের তৃতীয় ও চুতুর্থ ডোজ টিকা দেওয়া সাময়িক বন্ধ

দেশে কোভিডের মজুতকৃত টিকার মেয়াদ শেষ হওয়ায় তৃতীয় ও চুতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে …

কাউনিয়া ব্লাড ডোনার পরিবারের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রক্ত দিন জীবন বাঁচান, বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত সন্তান থাকবে থ্যালাসিমিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *