কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গাজীপুর ফেরত ১৪জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রেখেছে পুলিশ।
শুক্রবার(২৪ এপ্রিল) ভোর রাতে অভিনব কায়দায় ট্রাকে গাজীপুর থেকে আসলে ভূরুঙ্গামারী থানা পুলিশ তাদেরকে আটক করে।পরে তাদের ভূরুঙ্গামারী সরকারী কলেজে ১৪দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম জানান,১৪জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষাসহ নিরাপত্তা ও খাবারের ব্যাবস্থা করা হয়েছে।