বুধবার , ফেব্রুয়ারি ১৯ ২০২৫
Home / স্বাস্থ্য / কুড়িগ্রামে নতুন করে চিলমারীতে আরো এক যুবক করোনায় আক্রান্ত

কুড়িগ্রামে নতুন করে চিলমারীতে আরো এক যুবক করোনায় আক্রান্ত

আলমগীর হোসাইন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শুক্রবার কোভিড-১৯ এর ৩১টি নমুনার ফলাফল এসেছে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে। এরমধ্যে নতুন চিলমারী উপজেলায় এক যুবক আক্রান্ত হয়েছে এবং বাকি ৩০টি নমুনা নেগেটিভ। আক্রান্ত যুবকের বাড়ি উপজেলার থানাহাট ইউনিয়নের মাঁচাবান্দা গ্রামে। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ০৬ জনে।

সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, নারায়ণগঞ্জ ফেরৎ মোঃ মাসুদ মিয়া(৩০) নামে এক যুবকের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।  গত ১৯ এপ্রিল আক্রান্ত যুবকের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। আজ ২৪ এপ্রিল ওই যুবকের নমুনার পজেটিভ ফলাফল আসে।

জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫জনে। এরমধ্যে রৌমারী উপজেলায় তিনজন,ফুলবাড়ি,কুড়িগ্রাম সদর এবং চিলমারী উপজেলায় একজন করে কোভিড- ১৯ আক্রান্ত হয়েছে।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ জানান, আক্রান্ত ব্যাক্তির বাড়ীসহ ঐ এলাকার ৯টি বাড়ী লগডাউন করা হয়েছে। তাদের খাবার, ঔষধ সহ প্রয়োজনী কিছু সরবরাহ করা হেবে।

About admin

Check Also

কাউনিয়ায় ঘাস কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে দাত হারালেন মঞ্জিলা বেগম

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঘাস কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বেকী ও দা এর আঘাতে উপর পাটির …

আর্থিক সাহায্যের আবেদন: বিরল রোগ থাইমাস গ্লান্ডে আক্রান্ত রিয়াদ বাঁচতে চায়

আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারী উপজেলার উত্তর রমনা গ্রামের সাইফুল ইসলামের ছেলে চিলমারী সরকারি কলেজের স্নাতক …

কাউনিয়া ব্লাড ডোনার যুব পরিবারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষ রোপণ

আব্দুল কুদ্দুস বসুনিয়া,বিশেষ প্রতিনিধিঃ কাউনিয়া ব্লাড ডোনার যুব পরিবার হারাগাছ ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *