বিজ্ঞ আদালতের আদেশ চলাকালীন সময় রাতের আধারে জমি দখল করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতবাক হয়েছেন এলাকাবাসী।জানা যায় কুড়িগ্রাম জেলার উপজেলার বড়াই ডাংগী কলেজপাড়া গ্রামের মৃত চান্দুউল্লা শেখের ছেলে মোঃ বাক্কার আলী চর রাজিবপুর মৌজার ৪১ শতক জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন যার জে এল নং ৩৫ এস ও ও খতিয়ান নং ৬২১ খতিয়ান নং ৩০৫৮ আর এস দাগ নং৭৯৭৪ একই গ্রামের হারুবুল্লার পুত্র আমির হোসেন, গরীবুল্লাহর পুত্র ছবর আলী, শহর আলীর পুত্র আব্দুল কাদের ও হযরত আলী, কুলসুম খাতুন, ফাতেমা খাতুন, আকবর আলি, গোলাম মোস্তফা বিভিন্ন অজুহাতে উক্ত জমি দখলের পাঁয়তারা করে, এর প্রেক্ষিতে বাক্কার আলী বাদী হয়ে কুড়িগ্রাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত একটি আবেদন করেন। বিজ্ঞ আদালত উক্ত জমিতে কেউ যাতে অবৈধভাবে দখলে না নিতে পারে এজন্য ১৪৪ ধারা জারি করেন। আদালতের নির্দেশে উপজেলার সদর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ রুহুল্লা উক্ত জমির প্রকৃত মালিক মোঃ বাক্কার আলী তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। কিন্তু সম্প্রতি দেশে ভয়াবহ করোনা ভাইরাস এর মোকাবিলায় যখন সবাই ব্যস্ত তখন সবার চোখ ফাঁকি দিয়ে, বৃহস্পতিবার গভীর রাতে ঘর নির্মান করেন। উক্ত জমি দখল করে নেয় বিবাদী গন সাংবাদিকদের কাছে বাদী বাক্কার আলী অভিযোগ করে বলেন আমি আমার ওই জমিতে গেলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি ও ভয়-ভীতি দেখান উক্ত বিবাদী গন