সোমবার , জুন ৫ ২০২৩
Home / সারা দেশ / রাজিবপুরে রাতের আধারে জমি দখল

রাজিবপুরে রাতের আধারে জমি দখল

 রাইসুল ইসলাম ( ফুল) রাজিবপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বিজ্ঞ আদালতের আদেশ চলাকালীন সময় রাতের আধারে জমি দখল করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতবাক হয়েছেন এলাকাবাসী।জানা যায় কুড়িগ্রাম জেলার  উপজেলার বড়াই ডাংগী কলেজপাড়া গ্রামের মৃত চান্দুউল্লা শেখের ছেলে মোঃ বাক্কার আলী চর রাজিবপুর মৌজার ৪১ শতক জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন যার জে এল নং ৩৫ এস ও ও খতিয়ান নং ৬২১ খতিয়ান নং ৩০৫৮ আর এস দাগ নং৭৯৭৪ একই গ্রামের হারুবুল্লার পুত্র  আমির হোসেন, গরীবুল্লাহর পুত্র ছবর আলী, শহর  আলীর পুত্র আব্দুল কাদের ও হযরত আলী, কুলসুম খাতুন, ফাতেমা খাতুন, আকবর আলি,  গোলাম মোস্তফা বিভিন্ন অজুহাতে উক্ত জমি দখলের পাঁয়তারা করে, এর প্রেক্ষিতে বাক্কার আলী বাদী হয়ে কুড়িগ্রাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত একটি আবেদন করেন। বিজ্ঞ আদালত উক্ত জমিতে কেউ যাতে অবৈধভাবে দখলে না নিতে পারে এজন্য ১৪৪ ধারা জারি করেন। আদালতের নির্দেশে উপজেলার সদর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ রুহুল্লা উক্ত জমির প্রকৃত মালিক মোঃ বাক্কার আলী তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। কিন্তু সম্প্রতি দেশে ভয়াবহ করোনা ভাইরাস এর মোকাবিলায় যখন সবাই ব্যস্ত তখন সবার চোখ ফাঁকি দিয়ে, বৃহস্পতিবার গভীর রাতে ঘর নির্মান করেন। উক্ত জমি দখল করে নেয় বিবাদী গন সাংবাদিকদের কাছে বাদী বাক্কার আলী অভিযোগ করে বলেন আমি আমার ওই জমিতে গেলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি ও ভয়-ভীতি দেখান উক্ত বিবাদী গন

About admin

Check Also

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৬ নং বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মোঃ মহসীন খান হীরা,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মানিকগঞ্জের ঘিওর উপ‌জেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট …

কাউনিয়ার নিগমানন্দ কমপ্লেক্সের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,কাউনিয়া(রংপুর)থেকেঃ রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার বুধবার দুপুরে কাউনিয়া উপজেলা …

কাউনিয়া টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,বিশেষ প্রতিনিধি, কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *