হুমায়ুন কবির নেত্রকোনা প্রতিনিধিঃ
করোনা ভাইরাস :এক অসহায় প্রতিবন্ধী বৃদ্ধ মহিলা অনাহারে দিন যাপন করছেন। নেই তার স্বামী। অসুস্থতার জন্য ভালোভাবে হাটতে ও কথা বলতে পারেন না। বৃদ্ধা মহিলাকে নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন মনিরুল ইসলাম ভূট্টো নামের এক ব্যাক্তি।
ওই ব্যাক্তির ফেইসবুক স্ট্যাটাস সুত্রে জানা যায়,প্রতিবন্ধী বৃদ্ধা মহিলার নাম রহিমা অাক্তার (সত্তোরোদ্ধ) তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নে চকসাদক কোনাপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী।
এই বৃদ্ধা মহিলা রহিমার নামে একটি সরকারি ভাতার কার্ড রয়েছে।
তবে উনার কোন ঘর নেই।অন্যের একটা ভাঙ্গা ঘরে থাকেন।
এই স্ট্যাটাসের সুত্র ধরে প্রতিবন্ধী বৃদ্ধা মহিলা পাশে দাঁড়ালেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কল্যাণী হাসান।
তিনি বৃদ্ধা মহিলার রমজান মাসের পুরো খাবারের দায়িত্ব নিলেন।
এ বিষয়ে রবিবার (২৬এপ্রিল) যুব মহিলা লীগের সভাপতি কল্যাণী হাসান তিনি বলেন,মনিরুল ইসলাম ভূট্টো নামের এক ব্যাক্তি তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন রহিমা আক্তার নামে এক মহিলা অনাহারে দিন যাপন করছেন। অসুস্থতার জন্য ভালোভাবে হাটতে ও কথা বলতে পারেন না। অন্যের একটা ভাঙ্গা ঘরে থাকেন। উনার কোন ঘর নেই।
এই স্ট্যাটাসের সুত্র ধরে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।