
লকডাউনে প্রশাসনে চোখ ফাঁকি দিয়ে “অর্ধেক ঝাঁপ ফেলে কুড়িগ্রামে চলছে দোকানদারি” সংবাদ প্রকাশের জেরে বার্তা বাজারের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মোহন্তকে মারধর ও প্রাণনাশের হুমকি ও মারধর করেছে স্থানীয় ব্যবসায়ীর দলবলে থাকা সন্ত্রাসীরা। গতকাল (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার পৌর এলাকার সাদ্দির মোড়ে এ ঘটনা ঘটে। আজ সকালে নিরাপত্তা চেয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন সাংবাদিক সুজন মোহন্ত।
জিডিতে উল্লেখ করা হয়, লকডাউনে প্রশাসনে চোখ ফাঁকি দিয়ে “অর্ধেক ঝাঁপ ফেলে কুড়িগ্রামে চলছে দোকানদারি” সংবাদ প্রকাশের জেরে সন্ধ্যার পর প্রথম দফায় ব্যবসায়ী মানিকের নেতৃত্বে একদল বখাটে যুবক সুজন মোহন্তের বাড়িতে গিয়ে শাসিয়ে যায় এবং সংবাদ তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে। এর ঠিক ৩০ মিনিট পরে আরেক ব্যবসায়ী মামুন ফোন করে ডেকে নিয়ে তাদের বাসার সামনে নিয়ে টি-শার্টের কলার ধরে প্রথমে চর থাপ্পর মারে এবং অশ্লিল ভাষায় গালি গালাজ করে ও সংবাদ তুলে না নিলে প্রাননাশের হুমকি দেন।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমানের সাথে যোগাযোগ করে বার্তা বাজার। তিনি জানান, অভিযোগ পেয়েছি। আমার ডিওটি অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে বিষটি দেখার। অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ হামলার ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে তরুণ সংবাদকর্মী সুজন মোহন্তের ওপর এ ধরণের হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে প্রশাসনের কাছে দাবি জানাই, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক