নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার অাটপাড়া উপজেলার গনেশের হাওরে কৃষকের সাথে সোমবার (২৭ এপ্রিল) ধান কাটায় অংশ নিয়ে ধান কাটলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও অধ্যাপক অপু উকিল,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম,উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা,উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা,কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ,অফিসার ইনচার্জ মো: আলী হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেহেদি হাসান মৃধাসহ দলীয় নেতাকর্মী প্রমুখ।
পরে বিকালে এমপি অসীম কুমার উকিল ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ অধ্যাপক অপু উকিল
আটপাড়া উপজেলার শহীদ মিনারের পাদদেশে করোনা সুরক্ষাসহ সমসাময়িক সার্বিক বিষয়ে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।