
স্বর্গ তোমার চরণে
তুলোশী চক্রবর্তী
_____________
আমি যেদিকে তাকাই কারনে অকারনে
বারবার খুঁজে পাই স্বর্গ তোমারি চরণে,
দুরে দুরে থেকে মনেপ্রাণে চেয়েছি কতবার
ভালো থেকো তুমি,আমি চলে যাব যেথায় ঘোর অন্ধকার,
কতোবার ফিরে গেছি ভালবাসি বলতে চেয়েও পারিনি বলতে
গোপনে গোপনে রেখেও অবশেষে আমার হৃদয়ও পারেনি লুকাতে
ওগো প্রিয় তুমি যে মোর স্বর্গের দেবতা
জনম জনম ধরে তোমারে পুজিতে চাই আমি একা
তোমার চরন দুখানি আমার বক্ষে জড়িয়ে ধরে
পারি দিতে চাই স্বহস্র যুগ যুগান্তরে
আর কিভাবে ডাকলে বলো সখা, দিবে তুমি দেখা
সন্মুখে পারিনি ধরিতে যে আজো তোমার পাদুকা।