বুধবার , মে ২৪ ২০২৩
Home / স্বাস্থ্য / করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ২ লাখ ৬৯ হাজার

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ২ লাখ ৬৯ হাজার

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৪৫ হাজার ৭১৮ জন এবং মারা গেছেন ২ লাখ ৬৯ হাজার ৫৬৭ জন।

করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এছাড়া শুক্রবার সকাল পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ৮৪ হাজার ৭৪১ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, সবচেয়ে আক্রান্ত এবং মৃত্যু বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১২ লাখ ৫৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭৫ হাজার ৬৬২ জন।

যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত স্পেনে ২ লাখ ২১ হাজার ৪৪৭ জন এবং মৃত্যুর দিকে দিয়ে স্পেন চতুর্থ। দেশটিতে ২৬ হাজার মানুষ করোনায় মারা গেছেন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ইতালিতে ২ লাখ ১৫ হাজার এবং মৃত্যুর সংখ্যাতেও তৃতীয় ইতালি। দেশটিতে ২৯ হাজার ৯৫৮ জন করোনায় মারা গেছেন।

চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাজ্যে, ২ লাখ ৭ হাজার ৯০০ জন সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্যে। দেশটিতে ৩০ হাজার ৬৮৯ জন করোনায় মারা গেছেন।

About admin

Check Also

কুড়িগ্রামে কুড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে এক ব্যক্তির ডান পায়ের গোড়ালী বিছিন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে বাবু মিয়া (৪০) নামের …

কোভিডের তৃতীয় ও চুতুর্থ ডোজ টিকা দেওয়া সাময়িক বন্ধ

দেশে কোভিডের মজুতকৃত টিকার মেয়াদ শেষ হওয়ায় তৃতীয় ও চুতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে …

কাউনিয়া ব্লাড ডোনার পরিবারের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রক্ত দিন জীবন বাঁচান, বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত সন্তান থাকবে থ্যালাসিমিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *