মজিবর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নাগেশ্বরীতে জেলহাজতে নেয়ার সময় হাতকড়া খুলে পালিয়েছে মাদক মামলার আসামী। পরে পুলিশ পিছু পিছু ধাওয়া করেও তাকে ধরতে পারেনি। জানা যায়, ১ গ্রাম হিরোইনসহ আটক কুড়িগ্রাম সদরেরর হিঙ্গুনরায় চৌধুরী পাড়ার ইসমাইল হোসেনের ছেলে হামিদুল ইসলামকে বৃহস্পতিবার সন্ধ্যায় নাগেশ্বরী থানা পুলিশে হস্তান্তর করে কাশীপুর অনন্তপুর বিজিবি।
শুক্রবার দুপুরে কন্সটেবল আরিফুল ইসলাম ও আফতাব আলী আসামীকে জেলহাজতে পৌঁছাতে অটোরিক্সায় কুড়িগ্রাম যাচ্ছিল। এসময় যানটি কুড়িগ্রামের সবুজ পাড়ায় পৌঁছালে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায় সে। পরে পুলিশ পিছু পিছু ধাওয়া করেও তাকে ধরতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর এর সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে পুনরায়আটকের চেষ্ঠা চলছে।