সোমবার , জুন ৫ ২০২৩
Home / সারা দেশ / কুড়িগ্রামে খাদ্যের দাবিতে সড়ক অবরোধ: ইউএনও’র গাড়ি ভাংচুর

কুড়িগ্রামে খাদ্যের দাবিতে সড়ক অবরোধ: ইউএনও’র গাড়ি ভাংচুর

আল-আমিন খান লিমন,স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়িতে খাদ্যের দাবিতে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা, এসময় রাস্তার দু’পাশে সকল ধরণের যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও প্রশাসন খবর পেয়ে দুপুর ১২ টার দিকে ঘটনা স্থলে পৌছালে উত্তেজিত জনতা সদর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির সামনের কাঁচ ভাংচুর করেন। পরে পুলিশ ও প্রশাসন উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে না পেরে দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনা স্থল ত্যাগ করেন। রিপোর্ট লেখা পর্যন্ত, বিক্ষোভকারীরা অভিযোগ করেন, করোনার ফলে জেলায় লকডাউন চলছে। সবার কাজকর্ম বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে তারা কোন প্রকার খাদ্য সহায়তা পাননি। অনেকে অভিযোগ করেন পরিষদ থেকে বারবার তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নেয়া হলেও এখন পর্যন্ত তারা কোন ত্রাণ সহায়তা পাননি। ফলে বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন। তারা জানান, সরকারের স্থানীয় কর্মকর্তাগন তাদের সাথে কথা না বলা পর্যন্ত অবরোধ করবেন। এ বিষয়ে কাঁঠাল বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেদওয়ানুল হক দুলাল বলেন, “এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র, যারা বিক্ষোভ করছেন তারা অধিকাংশই ত্রান পেয়েছেন।” এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ময়নুল ইসলাম সাংবাদিকদের বলেন “আমাদের গাড়ি কে বা কাহারা ভাংচুর করেন তাদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো”। অন্যদিকে এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম জানান, ঘটনা স্থলের বিষয়টি অবগত হয়েছি। খুব দ্রুত বিষয়টি সমাধান করা হবে।

About admin

Check Also

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৬ নং বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মোঃ মহসীন খান হীরা,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মানিকগঞ্জের ঘিওর উপ‌জেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট …

কাউনিয়ার নিগমানন্দ কমপ্লেক্সের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,কাউনিয়া(রংপুর)থেকেঃ রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার বুধবার দুপুরে কাউনিয়া উপজেলা …

কাউনিয়া টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,বিশেষ প্রতিনিধি, কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *