
রাইসুল ইসলাম ফুল রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রাজিবপুরে এক বখাটে কতৃক শিশু ধর্ষণ চেষ্টার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ধামাচাপা দেয়ার জন্য এক লক্ষ টাকার বাণিজ্য হয়েছে। কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বড়াই ডাংগি ডাকাত পারা গ্রামেএই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে ০৪-০৫-২০২০ ইং রোববার সন্ধ্যা সাত ঘটিকায় উক্ত গ্রামের মোস্তাফিজুর রহমানের ছয় বছরের শিশু কন্যা তার নিজ বাড়িতে একাই অবস্থান করছিল। এমন সময় একই গ্রামের ইমান আলীর বখাটে ছেলে রেজাউল করিম দুদু-২৫ তাকে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে পাশবিক নির্যাতন চালায়।কিন্তু শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এবং উক্ত রেজাউলকে হাতেনাতে আটক করে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজউদ্দৌলা অভিযুক্তের কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করে। এবং মীমাংসার নাটক করে। আরো জানা গেছে ঘটনার শিকার হাওয়া মেয়েটির পরিবার নদী ভাঙ্গনের কারণে ওই আওয়ামী লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে। দীর্ঘদিন থেকে বসবাস করতেছে। এ কারণেই বিচারের জন্য থানায় অভিযোগ করতে দিচ্ছে না ওই আওয়ামী লীগ নেতা। এ ব্যাপারে রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ লিটনের কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনা সত্য। এবং টাকা খেয়ে সব ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
Md Raisul Islam | ![]() |
||
|