
(গান) না-না-না
তুলোশী চক্রবর্তী
____________
না-না-না,মিটে না গো মিটে না
তারে দেখার সাধ আমার মিটেনা,
এ মন প্রাণ তার পানে উড়ে যেতে চায়
দেহ হতে জীব তারা এই বুঝি খসে যায়?
এতো দেখি তবু মিটে না তো মিটে না
তারে দেখার সাধ আমার মিটে না,
যেদিন থেকে পেয়েছিলাম প্রিয়ের ভালোবাসা
বদলে গেল সেদিন থেকে জীবন নামের পাশা,
ভরে না তো মন, ভরেএ না
কতো দেখি তবু মন আমার ভরে না,
ওগো সাতজনমেও তারে দেখার সাধ
বুঝি আমার মিটবে না গো মিটবেনা,
সবাই বলে চোখ নাকি মনের কথা কয়
ওরে আমি যে দিন থাকবোনা, আমার হবে লয়,
ওরে তোমরা তখন রেখে দিও আমার এ চোখ দুখানা
আমার চোখ তোমাদের বলে যাবে কেমন হয়? প্রিয়েরে না দেখার যন্ত্রনা,
না পেলে তার দেখা
কেমন যে হয় মনের ব্যাথা?
না-না-না আমি ছাড়া
তোমারা তো তা বুঝবে নাগো বুঝবেনা।