কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা আশা বাংলাদেশের পক্ষ থেকে দুইশ পরিবারের জন্য খাদ্য সহায়তা দেয়া হয়েছে। রোববার দুপুরে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে এসব খাদ্য সহায়তা হন্তান্তর করেন সংস্থাটির জেলা সিনিয়র ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল সারওয়ার খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক তরিকুল ইসলাম, সিনিয়র ব্রাঞ্চ ব্যবস্থাপক আবুল হোসেন, ব্যবস্থাপক বিবেকানন্দ রায় প্রমূখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, দুুই কেজি আলু, দুুই কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল এবং এক কেজি লবন।