ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুড়ি ও পাথরডুবি সীমান্তে বিদ্যানন্দ ফাউন্ডেশন রংপুর শাখার সহায়তায় অসহায়,দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ২২ বিজিবি ব্যাটালিয়ন,কুড়িগ্রাম।
মঙ্গলবার উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ভাওয়ালকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও পাথরডুবি ইউনিয়নের ডেবডেবি হাই স্কুল মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে দ্বিতীয় পর্বে প্রায় ৪ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে চাল,ডাল,আটা ও লবণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন
অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন, উপ- অধিনায়ক মেজর মোহাম্মদ আরিফুজ্জামান, ভাওয়ালকুড়ি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল, কেদার কোঃ কমান্ডার নায়েব সুবেদার সবুর, ব্যাটালিয়ন সদর নায়েব সুবেদার আনিস, ইউ’পি সদস্য নজরুল ইসলাম,আজিজুল হক, গ্রাম পুলিশ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের উপ- অধিনায়ক মেজর মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সমস্যায় সীমান্তবতী অসহায়দের মাঝে এ বিতরণ কর্মসূচি ১৪ মে পর্যন্ত চলবে।