সোমবার , জুন ৫ ২০২৩
Home / সারা দেশ / ধান কেটে দিয়ে বিধবার মুখে হাসি ফোটালো ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ

ধান কেটে দিয়ে বিধবার মুখে হাসি ফোটালো ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ

মাহফুজার রহমান মাহফুজ  ফুলবাড়ী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
করোনাভাইরাস কোভিড-১৯ এর মহামারীতে জনজীবনে নেমেছে চরম বিপর্যয়। সাধারন মানুষ হয়ে পড়েছে কর্মহীন ও অসহায়।অর্থাভাবে অসহায়দের অনেকেই নিতে পারছে না ধান কাটা শ্রমিক।ফলে তাদের স্বপ্নের সোনালি ফসল তারা ঘরে তুলতে পারছে না। একদিকে অর্থ সংকট অন্যদিকে জমির পাকা ধান ঝরে পরার উপক্রম।চরম হতাশায় ভুগছেন এসব প্রান্তিক অসহায় কৃষক।
আর বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা, মানবতার জননী,জননেএী শেখ হাসিনা অসহায়দের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু কণ্যার নিদর্শনা মেনে ফুলবাড়ীতে উপজেলা ছাত্রলীগের সাবেক  নেতা-কর্মীরা ধারাবাহিক ভাবে অসহায়দের পাশে থেকে করোনা পরিস্হিতি মোকাবিলা করে আসছে।রোজা পালনের মধ্যেও তারা অব্যাহত রেখেছেন অসহায়দের সেবা কার্যক্রম।
তারই ধারাবাহিকতায় আজ ১২মে মঙ্গল বার উপজেলার বালাটারি গ্রামের দুস্থ,অসহায়, বিধবা নারী আম্বিয়া বেগম (৫৫) এর ২৪ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দিয়েছেন ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা।
 এলাকাবাসি জানান,বিধবা আম্বিয়া বেগমের কোন ছেলে নেই। তিন মেয়ে থাকলেও তাদের বিয়ে দেয়া হয়েছে।তারা বর্তমানে স্বামীর বাড়ীতে।এদিকে অন্যদের বাড়ীতে কাজ করে স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল ২৪ শতাংশ জমিতে ধানচাষ করেন আম্বিয়া বেগম।কয়দিন আগেই জমির ধান পাকে তবে তার কাছে টাকা না থাকায় সে ধান কাটতে পারছিল না।আজ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে তার ধান কেটে মাড়াই করে দিল।অসহায় বিধবার পাশে দাঁড়ানোর ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের ধন্যবাদ জানান এলাকাবাসি।
আজকে বিধবা আম্বিয়া বেগমের ধান কাটা ও মাড়াই কাজে অংশ নেয়,ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের মধ্যে সিরাজুল ইসলাম সেরা,মিজানুর রহমান,জয় হাসান, টুটুল,মমিন ইসলাম , মাসুদ রানা, মোজাফফর, বাবু ব্যাপারী, লোকমান,ফারুক, হিরো,
এরশাদ,বিপ্লব,মজিদ,শাহীন মিয়া প্রমুখ।

About admin

Check Also

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৬ নং বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মোঃ মহসীন খান হীরা,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মানিকগঞ্জের ঘিওর উপ‌জেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট …

কাউনিয়ার নিগমানন্দ কমপ্লেক্সের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,কাউনিয়া(রংপুর)থেকেঃ রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার বুধবার দুপুরে কাউনিয়া উপজেলা …

কাউনিয়া টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,বিশেষ প্রতিনিধি, কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *