
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট ছড়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবক
নিখোঁজ হয়েছে। নিখোঁজ যুবকের নাম আনোয়ার হোসেন।
সে উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের কাছারীপাড়ার মৃত মুকুল মিয়ার
ছেলে।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার উপজেলার সোনাহাট ইউনিয়নের সোনাহাট ছড়ার বীর পাড়
মুসল্লী পাড়া খেয়াঘাট সংলগ্ন স্থানে।
স্থানীয়রা জানায়, আনোয়ার হোসেন সকাল ১১টায় বাড়ী থেকে বের হয়ে প্রতিবেশী
মিন্টু, আজিজ ও তার ছেলেসহ হেংগা জাল দিয়ে মাছ ধরার জন্য সাঁতরিয়ে সোনাহাট
ছড়ার ওপারে যাওয়ার সময় বিলের মাঝখানে আসলে সে পানিতে তলিয়ে যায়। তাদের
চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করলে তাকে আর পাওয়া
যায়নি।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, নিখোঁজ যুবককে এখনও পাওয়া যায়নি । ঘটনাস্থলে পুলিশ পাঠানো
হয়েছে। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে বিষয়টি অবহিত করা হয়েছে।