মোঃ মজিবর রহমান, প্রতিনিধি নাগেশ্বরীঃ
করোনা ভাইরাসের কারনে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক লালমনিরহাট ব্যাটলিয়ন (১৫বিজিবি) এর বাস্তবায়নে দুস্থদের মাঝে ১৪ মে বৃহস্পতিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২য় পর্বে ফুলমতি সরকারী প্রাথমিক বিদ্যালয়,কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং পশ্চিম রামখানা দিঘীরপাড় উচ্চ বিদ্যালয় মাঠে ২০০টি পরিবারসহ মোট ৬০০টি অসহায় ও গরীব পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে ফুলমতি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম,পিএসসি,ইঞ্জিনিয়ার্স অধিনায়ক লালমনিরহাট (১৫ বিজিবি) পশ্চিম রামখানা দিঘীরপাড় উচ্চ বিদ্যালয় মাঠে মেজর এম এম শাহ আলম, উপ-অধিনায়ক, লালমনিরহাট ব্যাটালিয়ন(১৫বিজিবি)। কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কাশিপুর কোম্পানী কমান্ডার এবং আন্যান্যদের মধ্যে রামখানা কোম্পানী সুবেদার মাইনুল, বাগভান্ডার কোম্পানী সুবেদার সাইদুল, শিংঝার কোম্পানীর নায়েক সুবেদার জসিম উদ্দিনসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় করোনা ভাইরাস মোকাবেলায় সচেতন ও নিরাপদ দুরুত্ব বজায় রেখে চলাচল এবং চোরাচালান বন্ধে সহযোগীতার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান মেজর এম এম শাহ আলম।