বুধবার , মে ২৪ ২০২৩
Home / অর্থনীতি / সহায় কৃষকের ভালোবাসায় সিক্ত ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ

সহায় কৃষকের ভালোবাসায় সিক্ত ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ

মাহফুজার রহমান মাহফুজ,  ফুলবাড়ী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
করোনা মহামারীতে জনজীবনে নেমেছে চরম বিপর্যয়। সাধারন মানুষ হয়ে পড়েছে কর্মহীন ও অসহায়।অর্থাভাবে অসহায়দের অনেকেই নিতে পারছে না ধান কাটা শ্রমিক।ফলে তাদের স্বপ্নের সোনালি ফসল তারা ঘরে তুলতে পারছে না। একদিকে অর্থ সংকট অন্যদিকে জমির পাকা ধান ঝরে পরার উপক্রম।চরম হতাশায় ভুগছেন এসব প্রান্তিক অসহায় কৃষক।
আর বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা, মানবতার জননী,জননেএী শেখ হাসিনা অসহায়দের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু কণ্যার নিদর্শনা মেনে ফুলবাড়ীতে উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা ধারাবাহিক ভাবে অসহায়দের পাশে থেকে করোনা পরিস্হিতি মোকাবিলা করে আসছে।
সেই ধারাবাহিকতায় আজ১৪ মে (বৃহস্পতিবার)  উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জোতিন্দ্রনারায়ন চড়ে কবির আলী নামের এক কৃষকের ৩৩ শতাংশ জমির ধান ও ভূট্টা তুলে দিল ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ।বিনিময়ে এসব গরীব অসহায়দের ভালোবাসায় সিক্ত ছাত্রলীগের নেতা-কর্মীরা।উপজেলার সর্বমহলে ছাত্রলীগের জয়গান।
আজকে অসহায় কৃষকের ফসল ঘরে তোলার কাজে অংশ নেন, ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আনোয়ারুল কবির রুবেল, মো: মোসাব্বির রহমান হ্যাভেন, উৎপল কুমার মোহন্ত,  মাসুদ রানা, রাবু ব্যাপারী, রেনেসাঁ সরকার, লোকমান হোসেন,মমিন,আজিজ,ইসমাইল, মিজানুর রহমান আজাদী,শরীফ,শামীম মিয়া।
ছাত্রলীগ নেতা মোঃ আনোয়ারুল কবির রুবেল বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ এক অসহায় কৃষকের ধান কেটে মাড়াই ও ক্ষেতের ভুট্টা তুলে দিলাম। আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

About admin

Check Also

পণ্যবাহী জাহাজ ভাড়া ৫০ শতাংশ কমলেও সুফল নেই

সমুদ্রপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজের ভাড়া কমেছে ৫০ শতাংশ। করোনা মহামারির সময় আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজের …

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ভালোমানের সোনা (২২ ক্যারেট) প্রতি ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার …

মানিকগঞ্জে প্রকল্প পরিদর্শন ও উদ্যোগতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ ” কর্মে উত্তাপে বেকারত্বের জমানো বরফ গলবেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *