মাহফুজার রহমান মাহফুজ,ফুলবাড়ী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
কু ড়িগ্রামের ফুলবাড়ীতে করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় জেলা পুলিশের নির্দেশনা মেনে নিরলস কাজ করে যাচ্ছে ফুলবাড়ী থানা পুলিশ।করোনা ভাইরাস(কোভিড-১৯)এর বিস্তার রোধ ও আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা।পাশাপাশি ফুলবাড়ীকে মাদকমুক্ত করতে মাদক কারবারিদের শিকড় উপড়ে ফেলার চ্যালেন্জ।লক্ষ্য অপরাধ ও মাদক মুক্ত ফুলবাড়ী।সব প্রতিকূলতাকে তুচ্ছ করে রাতদিন জেলা পুলিশ সুপারের নির্দেশনা মেনে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা।বর্তমান করোনা পরিস্থিতিতেও অব্যাহত রয়েছে মাদক বিরোধী অভিযান।
তারই ধারাবাহিকতায় আজ ১৭ মে বরিবার দুপুরে জেলাপুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার নবিউল হাসানের (ওসি তদন্ত)নেতৃত্বে এসআই মোস্তফা, আনোয়ার ও গৌরাঙ্গসহ অভিযান চালিয়ে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (চৌকিদারটারী) গ্রামের নিজ বসত বাড়ী থেকে ১০কেজি গাঁজাসহ মোঃ মোবাশের(২৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে আসে ফুলবাড়ী থানা পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে নবিউল হাসান(ওসি তদন্ত) বলেন,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে।মামলা প্রক্রিয়াধীন।
পাশাপাশি জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি যানান।