
আশরাফুল ইসলাম, রাজবাড়ী
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ‘কোভিড-১৯’ সংক্রান্ত বালিয়াকান্দি উপজেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান।
সভায় রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, লেফটেনেন্ট কর্ণেল মঞ্জুরুল হক পিএসসি, আওয়ামীলীগের সভাপতি আঃ হান্নান মোল্লা, ভাইসচেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, ইউসলামপুর ইউপি চেয়ারম্যান আবুৃল হোসেন খান প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতার্ ও বনিক সমিতির সভাপতিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ঘরে বসে নেই। তিনি নিয়মিত অফিস করছেন ও সবকিছু পর্যবেক্ষণ করছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। আশা করছি যে করোনা যুদ্ধে আমরা মাঠে নেমেছি, সেই যুদ্ধে আমরাই জয়ী হব। মনে রাখবেন সমুদ্রের ঢেউ যত উপড়েই উঠুক না কেন নির্দিষ্ট একটা সময়ে কিন্তু আবার সে ঢেউ নিচে নেমে আসে। সরকারের যুগোপযোগি সঠিক সিদ্ধান্তের কারনেই আজ বাংলাদেশে অন্য দেশ থেকে তুলনামূলক ভাবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার কম। দেশকে করোনামুক্ত করতে হলে ব্যাপক জনসচেতনতা ও সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।