
নেত্রকোনা প্রতিনিধিঃ
দেশে করোনার প্রদুভাবে মানুষ যখন কর্মহীন হয়ে পড়ছে।
তখন নেত্রকোনার টিম নৌকা খাবার নিয়ে ছূটছে কর্মহীনদের বাড়ি বাড়ি।
সরকারি নির্দেশ করোনাভাইরাস থেকে বাঁচতে হলে থাকতে হবে ঘরে।
তাই সারা দেশের ন্যায় নেত্রকোনায় মানুষকে ঘরে রাখতে সরকারি ব্যাবস্থার পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং ধন্যাট্য ব্যাক্তিরা এগিয়ে এসেছেন।
জেলার অনেকেই কর্মহীন হয়ে পড়া মানুষদের লিস্ট করে করে ডেকে এনে সহায়তা দিচ্ছেন।
তখন নেত্রকোনার টিম নৌকার প্রধান সমন্বয় তরুণ সাবেক ছাত্রলীগের নেতা আজাহারুল ইসলাম অরুণ দিনে রাতে হোন্ডারে করে খাবার নিয়ে হাজির হচ্ছেন কর্মহীন লোকজনের বাড়ি বাড়ি।
টিম নৌকার প্রধান সমন্বয় অরুণ তিনি নিজে এ কাজে মাঠে নামায় কর্মী সমর্থকরা ও কেউ বসে নেই, তারাও নেমেছেন এ কাজে।
এ বিষয়ে (১৯মে) বিকালে টিম নৌকার প্রধান সমন্বয় তরুণ সাবেক ছাত্রলীগের নেতা আজাহারুল ইসলাম অরুণ বলেন,জেলা শহরের বিভিন্ন স্থানে এ পর্যন্ত তারা তিনশ কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। তাদের এমন উদ্যোগে কর্মহীন মানুষেরা বাড়ি বসেই খাবার পেয়ে অনেক খুশি।