মোঃ মজিবর রহমানঃ
প্রশাসনের অনুমতি ছাড়া সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার সংলগ্ন ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমর পুর আবিরের ভিটা গ্রামে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নাগেশ্বরী বন বিভাগের কর্মকর্তা অবৈধভাবে কাটা গাছের গুড়িগুলো জব্দ করেছে। এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা মোঃ সাদিকুল ইসলাম শাহিন জানান, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে সরকারি রাস্তার পাশের থাকা কয়েকটি গাছের গুলি জব্দ করা
হয়েছে এবং বিষয়টি মামলার প্রক্রিয়াধীন আছে। এলাকাবাসীর অভিযোগ সরমত আলীর পুত্র মোঃ আব্বাছ আলী , মনছের আলীর পুত্র মোঃ ফেরদৌস, মোঃ মমিনুর, মোঃ মনছুর , মোছাঃ মন্জু বেগম সহ অনেকে এই রাস্তার সরকারি গাছ কাটার সাথে জড়িত। জানা গেছে উপজেলার একটি সংঘবদ্ধ গ্রুপ দীর্ঘদিন থেকে বিভিন্ন রাস্তার গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, তেমনি আবার সরকারী কোটি কোটি টাকার সম্পদ আত্মসাত করছে। বন বিভিাগের কর্মকতারা শুধু মাত্র দায়সারা জব্দ
করছে। পরে অজ্ঞাত কারনে বিভিন্ন কৌশলে পার পেয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট উচ্চ মহলের পক্ষ থেকে সঠিক তদন্ত করে অপরাধিদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করার জন্য অভিজ্ঞ মহল জোর দাবী জানিয়েছে।