
চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি
চিলমারীর উপজেলার গাজীরপাড়া গ্রামে গতকাল বিকেল ৩টায় বজ্রপাতে ৬টি গরু ভস্মিভূত হয়েছে।
আফরাজ আলীর পুত্র নয়া মিয়া প্রতিদিনের ন্যায় গরু নিয়ে মনতোলার চরে চড়াইতে আসেন।বিকেল পনে তিনটার পর আকাশে মেঘ দেখা দিলে গরু নিয়ে বাড়ির দিকে রহনা দেন নয়া মিয়া।হঠাৎ গরুর সঙ্গে থাকা একটি ভেড়া কাউন ক্ষেতে কাউন খাওয়ার জন্য গেলে রাখাল নয়া মিয়া ছুটে যান ভেড়াটি তাড়াতে।সেকেন্ডের মধ্যে আকাশ থেকে বজ্রপাত গরুর পিঠের উপরে পড়ে, সঙ্গে সঙ্গে ৬ টি গরু ঘটনা স্থলে মাড়া যায়।ভেড়া তাড়াতে গিয়ে বেঁচে যায় রাখাল নয়া মিয়া।
এখন পর্যন্ত নয়া মিয়া পরিপূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা যায়।