কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সিদ্দিকুর রহমান নামে এক যুবককে পিটিয়ে হত্যার আসামীদের ফাঁসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (৩১ মে) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যতিনের হাট বাজারে ঘন্টাব্যাপী মানবন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের ভাই ফেরদৌস রহমান, চাচা দবির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য,উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অর্জুনডারা গোড়াই মুন্সিপাড়া গ্রামের কাচুয়া’র(৬৪) বাছুর গরু কয়েকদিন পূর্বে প্রতিবেশি আঃ মজিদের পুত্র আইনুল ইসলামের (৩৫)’র জমিতে নেমে ধান খায়। এসময় দুই পক্ষের মধ্যে কথাকাটি হয়।পরে বৃহস্পতিবার (২৮ মে) সন্ধায় ঘটনাটি মিমাংসার জন্য শালিস বৈঠক বসলে আইনুলের পরিবার মিমাংসা না মেনে উঠে যায়।পরে কাচুয়ার পরিবারের পক্ষ থেকে ঘরের চালে আম পড়া নিয়ে অভিযোগ তুলে আইনুলের সাথে ফের কথাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে কাচুয়া, তার পুত্র সাদেকুল ইসলাম (৩৫), সিদ্দিকুর রহমান (৩১) এবং এনামুল (৪৫) ও মতিউর রহমান মন্ডল (৩৮) গুরুত্বর আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাতপাতালে নেয়ার পথে সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়।আহতদের মধ্যে মতিয়ার রহমান মন্ডলকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।অপর আহত ৩জন কুড়িগ্রাম হাতপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।এঘনায় জড়িত ১জনকে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ।