মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

Headline :
চিলমারীতে নাশকতার অভিযোগে গ্রেফতার- ৪ চিলমারীতে ৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী আটক কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি দুর্জয় গ্রেফতার চিলমারী সরকারী কলেজে নতুন অধ্যক্ষর যোগদান নৌডাকাতি রোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে মুখে কালো কাপড় বেঁধে ইসরাইলের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ গাজায় গণহত্যা বন্ধের দাবীতে কাউনিয়ায় মুখে কালো পতাকা ধারণ করে বিক্ষোভ মিছিল গাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল চিলমারী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়ারি গ্রেফতার  চিলমারীতে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫  পালিত

খুলে দেওয়া হয়েছে আল-আকসা মসজিদ

করোনাভাইরাসের প্রভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল আল-আকসা মসজিদ। মক্কা ও মদিনার পরে ইসলামে তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদের দরজা খুলে দেওয়ার পর কয়েক শত মুসল্লি মসজিদ প্রাঙ্গনে ঢুকলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

করোনাভাইরাসের কারণে জেরুসালেমের এই মসজিদটি দুই মাস ধরে বন্ধ ছিল। এমনকি পবিত্র রমজান মাসেও মুসল্লিরা সেখানে নামাজ পড়তে পারেনি। মুসল্লিদেরকে মুখে মাস্ক পরে মসজিদে ঢুকতে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে নিজ নিজ জায়নামাজ সাথে করে নিয়ে আসার জন্যেও।

সৌদি আরবেও মসজিদ খুলে দেওয়ার আগে কর্তৃপক্ষের তরফে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। লাখ লাখ মানুষকে টেক্সট মেসেজ পাঠিয়ে বলা হয়েছে দুই মিটার দূরে দূরে দাঁড়িয়ে নামাজ পড়তে। হ্যান্ডশেক ও কোলাকুলি করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

লোকজনকে বলা হয়েছে বাড়ি থেকে ওজু করে মসজিদে আসতে। কারণ মসজিদের ওজুখানা বন্ধ থাকবে। এছাড়াও সব নামাজ ১৫ মিনিটেরই মধ্যে শেষ করতে বলা হয়েছে। সারা দেশের সব মসজিদ খুলে দেওয়া হলেও মক্কার মসজিদ আল-হারাম বন্ধ রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *