শনিবার , এপ্রিল ২০ ২০২৪
Home / আন্তর্জাতিক / খুলে দেওয়া হয়েছে আল-আকসা মসজিদ

খুলে দেওয়া হয়েছে আল-আকসা মসজিদ

করোনাভাইরাসের প্রভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল আল-আকসা মসজিদ। মক্কা ও মদিনার পরে ইসলামে তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদের দরজা খুলে দেওয়ার পর কয়েক শত মুসল্লি মসজিদ প্রাঙ্গনে ঢুকলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

করোনাভাইরাসের কারণে জেরুসালেমের এই মসজিদটি দুই মাস ধরে বন্ধ ছিল। এমনকি পবিত্র রমজান মাসেও মুসল্লিরা সেখানে নামাজ পড়তে পারেনি। মুসল্লিদেরকে মুখে মাস্ক পরে মসজিদে ঢুকতে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে নিজ নিজ জায়নামাজ সাথে করে নিয়ে আসার জন্যেও।

সৌদি আরবেও মসজিদ খুলে দেওয়ার আগে কর্তৃপক্ষের তরফে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। লাখ লাখ মানুষকে টেক্সট মেসেজ পাঠিয়ে বলা হয়েছে দুই মিটার দূরে দূরে দাঁড়িয়ে নামাজ পড়তে। হ্যান্ডশেক ও কোলাকুলি করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

লোকজনকে বলা হয়েছে বাড়ি থেকে ওজু করে মসজিদে আসতে। কারণ মসজিদের ওজুখানা বন্ধ থাকবে। এছাড়াও সব নামাজ ১৫ মিনিটেরই মধ্যে শেষ করতে বলা হয়েছে। সারা দেশের সব মসজিদ খুলে দেওয়া হলেও মক্কার মসজিদ আল-হারাম বন্ধ রাখা হয়েছে।

About admin

Check Also

বিমান হামলায় বিধ্বস্ত গাজার হাসপাতাল, নিহত ৫শ’র বেশি

বিমান হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজার হাসপাতাল। নিহত হয়েছে ৫শ’রও বেশি। এ হামলার ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ …

ইমরান খান ও স্ত্রী বুশরার দেশত্যাগে নিষেধাজ্ঞা

পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিসহ দলটির ৮০ জনেরও বেশি নেতার দেশত্যাগে …

ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে সরে আসুন: জাতিসংঘ মহাসচিব

ইউক্রেনে যুদ্ধ বন্ধে আরও একবার জোরালো ভাষায় আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এই যুদ্ধ ইউরোপ এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *