কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে নুতুন করে আরো ২জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫জনে।
জানা গেছে,উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকার ৩২বছর বয়সী এক ব্যক্তির জ্বর, সর্দি, কাশি দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ।
অপরদিকে উপজেলার দলদলিয়া এলাকার ২৭বছর বয়সী এক যুবকের একই উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার(৯ জুন) ওই দুই জনের পরীক্ষার ফলাফলে তাদের শরীরে কোভিড-১৯ এর অস্থিত্ব পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন,পরীক্ষার ফলাফলে ওই দুই জনের শরীরে করোনার অস্থিত্ব পাওয়া গেছে।করোনা আক্রান্তদের বাড়ীসহ আশপাশের বাড়ী লকডাউন করা হয়েছে।উপজেলায় করোনা আক্রান্ত মোট ১৫জনের মধ্যে ২জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।